সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের অতিপ্রিয় থিয়েটার সংগঠন থিয়েটার সাস্ট তার নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করেছে। থিয়েটার সাস্টের বিভিন্ন কার্যক্রম এই সাইটে প্রকাশিত হবে। থিয়েটার সদস্যদের মিলন কেন্দ্র হিসেবে এর আত্মপ্রকাশ ঘটবে। সকল নতুন-পুরাতন সদস্য এখানে তাদের পদচারণায় সফল করে তুলবেন এই সাইটের উদ্দেশ্য।

আলোচনা কেন্দ্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠি আমরা সবাই। গ্যালারীতে আমাদের বিভিন্ন কর্মকান্ডের ছবি ঝুলিয়ে জানাই সারা বিশ্বকে।

১ম প্রদর্শনী

নাটক: 
শামুক কাল
তারিখ: 
07/04/2009
Sanjib Debnath's picture

৪র্থ মৌলিক নাটক

আপনারা সবাই জেনে অত্যন্ত খুশি হবেন যে থিয়েটার সাস্ট তার ৪র্থ মৌলিক প্রযোজনা ভাষ্কর্য –এর ১ম প্রদর্শনী ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সফলভাবে সম্পন্ন করেছে। এই নাটকে বিশ্ববিদ্যারয়ের ইতিহাসে প্রথমবারের মত মাল্টিমিডিয়া প্রযেক্টর ব্যবহৃত হয়। নাটকটির মূল ভাবনায় ছিলেন আরিফ হোসাইন রাজু। রচনায় ছিলেন মেহেদি হাসান। আর নির্দেশনায় ছিলেন জাকারিয়া মিঠু।

Sanjib Debnath's picture

তাঁবুর উপর হামলা

গত ৯ ফেব্রুয়ারী ২০০৯ইং তারিখে রাতে কতিপয় দুষ্কৃতিকারী থিয়েটার সাস্ট-এর তাঁবুর কাপড় ছিঁড়ে ফেলে। সেদিন রাত দশটার সময় থিয়েটার সাস্ট-এর সদস্যগণ অডিটোরিয়াম থেকে বের হয়ে যাবার সময় এ ঘটনা জানতে পারেন। সেখানে তারা আরো দেখতে পান দিক থিয়েটার-এর একটি পোস্টার ছিঁড়ে থিযেটার সাস্ট-এর তাঁবুর উপর ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট ১০ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে এবং সবাই কালো ব্যাজ ধারণ করেন। এর পর পরই তারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে যোগাযোগ করে তাদের অভিযোগ ব্যক্ত করেন।

Sanjib Debnath's picture

নবীনবরন ও সাংগঠনিক সপ্তাহ '০৯

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ৪ঠা ফেব্রুয়ারী ২০০৯ থেকে থিযেটার সাস্ট নবীনবরন ও সাংগঠনিক সপ্তাহ ‘০৯ আরম্ভ করে। এই উপলক্ষ্যে থিযেটার সাস্ট ২টি নাটক প্রদর্শন করে।
৯ ফেব্রুয়ারী - অতঃপর হরেন মণ্ডল। রচনা - বিমল বন্দ্যোপাধ্যায়। নির্দেশনা - কামরুজ্জামান তুপা। পুণঃনির্দেশনা - সঞ্জয় বর্মণ।
১০ ফেব্রুয়ারী - মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে নটক “চোর”। নাট্যরূপ - তোফাজ্জল তোফা ও মারুফ হাসান। নির্দেশনা - তোফাজ্জল তোফা। পুণঃনির্দশনা - মারুফ হাসান। এই নাটকটি থিয়েটার সাস্ট-এর দ্বিতীয় মৌলিক নাটক এবং বাংলাদেশে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে নাট্যরূপ দেয়া দ্বিতীয় নাটক।

Sanjib Debnath's picture

থিয়েটার সাস্ট এখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের স্থায়ী সদস্য

থিয়েটার সাস্টের সকল শুভানুদ্যায়ীদের জন্য একটি সুখবর। আজ ৯জানুয়ারী, ২০০৯ইং রোজ শুক্রবার দুপুর ২:১৫ মিনিটে থিয়েটার সাস্ট বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের স্থায়ী সদস্যপদ লাভ করেছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থিয়েটার সাস্ট ২০০৬ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাথমিক সদস্যপদ লাভ করে অর্থাৎ সহযোগী সংগঠন হিসেবে নির্বাচিত হয়।

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ

Syndicate content