সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

থিয়েটার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের তালিকা।

ঢাকায় অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল ২০১৩

সুধী ,
আসছে ২রা আগস্ট ২০১৩ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সিতে থিয়েটার সাস্ট একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে । উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি ।

স্থান : টি এস সি , ঢাকা বিশ্ববিদ্যালয় ।
তারিখ : ২ অগাস্ট , ২০১৩।

যোগাযোগ : আশরাফ (০১৬৭৫৬৬৫০৩৩)
দিপু (০১৬৭৫৭০৮৭০৩)
পলাশ (০১৬৮১২১৬৫২১)

তারিখ: 
02/08/2013
স্থান: 

টি এস সি , ঢাকা বিশ্ববিদ্যালয় ।

ইফতার মাহফিল ২০১৩

সুধী ,
রমজান মাস সংযমের মাস । আর রোজার সবচেয়ে আনন্দঘন মুহুরতটি হচ্ছে ইফতারের সময় । আর এজন্যই আসছে ২২ শে জুলাই , সোমবার , প্রতি বছরের ন্যায় এবারও থিয়েটার সাস্ট কর্তৃক মিনি অডিটোরিয়াম , শাবিপ্রবিতে একটি জমজমাট ইফতার মাহফিলের আয়জন করা হয়েছে ।

তারিখ ঃ ২২ শে জুলাই, ২০১৩
স্থান ঃ মিনি অডিটোরিয়াম , শাবিপ্রবি
সময় ঃ বিকাল ৬:৪৬ ।

ইফতার কমিটি ঃ
কনভেয়নার ঃ আহমেদ ইমতিয়াজ নির্ঝর ।
কো- কনভেয়নার ঃ ফাহিম ও নিক্সন
সদস্য ঃ স্বর্ণালী , রাজু , শাহিন , শুভ ,মিযান ও রুপা ।

কমিটি ও থিয়েটার সাস্ট পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই সবান্ধব আমন্ত্রিত ।

ওমর ফারুক
সাহিত্য সম্পাদক

তারিখ: 
22/07/2013
স্থান: 

মিনি অডিটোরিয়াম , শাবিপ্রবি

ফল উৎসব ২০১৩

থিয়েটার সাস্ট এর সকল সদস্যের আমন্ত্রন জানাচ্ছি আসন্ন " ফল উৎসব ২০১৩ "।

তারিখ : ২১ শে জুন ২০১৩
সময় : বিকাল ৩ : ৩০ মিনিট ।
চাঁদা : ১০০ টাকা

যোগাযোগঃ

সুমন (০১৬৭২৬৩৩২০৫)
ফাহিম (০১৮৪৫৬০৩০৪৫)
জাহাঙ্গীর (০১৮২৪৩৪৭১২২)

তারিখ: 
21/06/2013
স্থান: 

স্থানঃ সেন্ট্রাল অডিটোরিয়াম
শাবিপ্রবি , সিলেট ।

পিঠা ঊৎসব ২০১০

২৭’ই ডিসেম্বর’১০ থিয়েটার সাস্ট, ক্যাম্পাসের A-বিল্ডিং এর পাশে আর্জুনতলায় ঝমকালো পিঠা ঊৎসবের আয়োজন করে। নানা ধরনের পিঠা ও খাবারের পরিবেশন এবং আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে পিঠা উৎসবটি সম্পন্ন হয়।

তারিখ: 
27/12/2010
স্থান: 

ক্যাম্পাসের A-বিল্ডিং এর পাশে আর্জুনতলা

Sanjib Debnath's picture

শুভ নববর্ষ

থিয়েটার সাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। এবার ১লা বৈশাখ ১৪১৬ উদযাপন উপলক্ষে থিয়েটার সাস্ট শাবিপ্রবি-তে এক ব্যতিক্রমধর্মী ট্যান্ট তৈরী করে। সেখানে পান্তা-ইলিশের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের বাংলা খাবার পরিবেশনের আয়োজন করে। যার মাঝে বিভিন্ন প্রকার ভর্তা ও পিঠা উল্লেখযোগ্য। এছাড়াও সেখানে বাংলার ঐতিহ্য বহনকারী বিভিন্ন সামগ্রীও রাখা হয়। সন্ধ্যার পর ঐ ট্যান্টেই থিয়েটার সাস্টের নিজস্ব শির্পীবৃন্দ পরিবেশন করেন বাংলার ঐতিহ্য বহনকারী বাউল গান। সব মিলিয়ে থিয়েটার সাস্ট এবার সম্পূর্ণ বাংলা সংস্কৃতি তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্ঠা চালায়।

তারিখ: 
14/04/2009
স্থান: 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

Sanjib Debnath's picture

থিয়েটার সাস্টের ৩ দিন ব্যাপী কর্মশালা

আগামী ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে থিয়েটার সাস্টের ৩ দিন ব্যাপী কর্মশালা। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের স্নাতকোত্তর বর্ষের মেধাবী ছাত্র সায়েম খান। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারন সম্পাদক ঝুনা চৌধুরী থিয়েটার সাস্ট কর্তৃক আয়োজিত এই কর্মশালাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি এই কর্মশালার সার্বিক মঙ্গল কামনা করেছেন। তিনি আরো বলেন যে এই কর্মশালার ফলে থিয়েটার সাস্টের নাটকের মান আরো উন্নত হবে। থিয়েটার সাস্ট-এর প্রত্যেকটি সদস্য এই কর্মশালাকে সাফল্যমন্ডিত করার ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ।

তারিখ: 
06/11/2008 - 08/11/2008
স্থান: 

শাহজালাল বিশ্ববিদ্যালয়

admin's picture

প্রথম কর্মশালা

মে মাসের প্রথম সপ্তাহ হতে প্রথমবারের মত নতুন সদস্য আহবান করা হয়। নতুন সদস্যদের নিয়ে পরবর্তীতে দশ দিনব্যাপী একটি নাট্য কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন - মাহফুজুল ইসলাম শিপু, আব্দুল হাই চৌধুরী, আরিফুল হক, সুলতানা কামাল, লিপন, সঞ্জয় প্রমুখ ব্যক্তিবর্গ।

তারিখ: 
01/05/1998 - 20/05/1998
স্থান: 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সিলেট

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ