কিভাবে আমাদের এই সাইট টা কে প্রোমোট করা যায়??
ইয়াহু অথবা ফেসবুক এর সাহায্য না নিয়ে আমাদের নিজস্ব জায়গা তে লিখছি এটা ভাবতেই ভালো লাগছে।
আমাদের এই বিষয় টা নি্যে আলোচনা করা দরকার যে কিভাবে আমরা আমাদের এই সাইকে প্রোমোট করতে পারি...
__________________
হিমেল নাগ রানা
ব্যাচ - ২০০০
সি।এস।ই। বিভাগ, শাবিপ্রবি।
ভালো প্রশ্ন। আমার ধারণা,
ভালো প্রশ্ন। আমার ধারণা, সাইটটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে নেই। তারপর পৃথিবীকে জানাই। আসলে আমার লক্ষ্য হচ্ছে, থিয়েটার সাস্টের সাথে বাইরের মানুষকেও সম্পৃক্ত করা। যে কারণে, এখানে সকলকেই সদস্য হবার জন্য উৎসাহিত করা হবে। কেউ থিয়েটার সাস্টের সদস্য না হয়েও এখানে যোগদান করতে পারবেন এবং থিয়েটার সম্পর্কে বিভিন্ন ধরণের আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করবেন।
নাসিম
গণিত, ১৯৯৫
নাসিম ভাই, সবার জন্য উন্মুক্ত
নাসিম ভাই,
সবার জন্য উন্মুক্ত করলে কি হয় তা তো দেখতেই পারছেন। কাজেই আমার মনে হয় যে, এখানে অপ্রীতিকর কথাবার্তা বন্ধ করবার ব্যবস্থা করা প্রয়োজন।
সঞ্জীব দেবনাথ,
থিয়েটার সাস্ট।
আমরা Facebook Fan page এর
আমরা Facebook Fan page এর মাধ্যমে আমাদের সাইট এবং থিয়েটার উভয়কেই প্রমোট করতে পারি. নিচের কোডটা কপি পেস্ট করে website , ব্লগ আর যেখানে সম্ভব দেয়া যায়. কোড টা পাবার জন্য নিচের লিঙ্ক এ যান ----
http://pastie.org/1060051
ইমেল এর সিগনেচার হিসাবে নিচের লিঙ্ক টা ব্যবহার করা যায় --
http://www.facebook.com/theatre.sust
ধন্যবাদ
হিমেল নাগ রানা
ব্যাচ - ২০০০
সি।এস।ই। বিভাগ, শাবিপ্রবি।