সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

সুদিপ্ত দা এবং আমরা

সবাই নিশ্চই সুদিপ্ত দা'র(https://www.facebook.com/sudipta.chowdhury.319) অবস্থা সম্পর্কে অবগত আছেন।দাদার দুইটা কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে! ইন্ডিয়ার ডাক্তাররা বলেছে দুটো কিডনিই ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে চিকিতসারত আছেন(nephrology department, SOMCH, under Dr. Alomgeer Chowdhur)। শিগ্রই তার কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে এবং এই জন্যে প্রচুর অর্থের প্রয়োজন।

সুদিপ্ত দা আমাদের থিয়েটার সাস্টের একজন নিয়মিত নিবেদিত প্রাণ কর্মী ছিলেন।তিনি ২য় কার্যকরী পরিষদ(১৯৯৮-৯৯) এর সহ সাংগঠনিক সম্পাদক, ৪র্থ কার্যকরী কমিটির(২০০১-০২) সহ-সভাপতি ছিলেন। তিনি নৃ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

তার সাথে থিয়েটার সাস্টের শেষ দেখা হয়েছে গত পহেলা বৈশাখে, দাদা আমাদের টেন্ট এ এসে প্রচুর মজা করেছিলেন, ঢোল বাজিয়েছিলেন। এবং আমার সাথে আমাদের গত নাট্যা উৎসব চলাকালীন সময়ে নিয়মিত যোগাযোগ ছিল। তার এত বড় অসুখ এবং অসুবিধা সত্তেও, তিনি আমাদের সাম্প্রতিক নাট্য উতসবে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং আর্থিকভাবে কোনো সমস্যা হলে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার অসুখের কারনে হাসপাতালে ভর্তি হতে হওয়ায় আমাদের উৎসবে আসতে পারেন নাই। তার এই চরম বিপদে আমাদের অবশ্যাই সাহায্য করা উচিত। আরো বিস্তারিত জানার জন্য নিচের লিংক গুলার সাহায্য নিতে পারেন.........

https://www.facebook.com/pages/Support-Sudipta/200600570084505
https://www.facebook.com/groups/sudipta.ch/

তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার জন্যে তাকে ফোন না করে আমাদের সঞ্জয় স্যার (https://www.facebook.com/sanjay.k.biswas?group_id=397756873632384)- +880-1711078175, Zohirul Alam Tiemoon +880-17112818825. Sonjoy Tarafder: +880-1712072074
এই নাম্বার গুলোতে যোগাযোগ করেন।

সবাই সবার সর্বোচ্চ সাহায্যের মাধ্যমে আমাদের দাদাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনব।
যে যেভাবে পারেন ফান্ড কালেক্ট-এর চেষ্টা করেন। আপনার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে অনুরোধ করেন আমাদের দাদার বিপদে এগিয়ে আসার জন্য। নিচের যেকোনো অ্যাকাউন্ট-এ donate করা যাবেঃ

১। Arpita Chakrabarty & Sujay Chowdhury
A/C# 6301102556344001
BRAC Bank Ltd.,
Subidbazar Branch, Sylhet, Bangladesh.

২। Sujay Chowdhury & Arpita Chakrabarty
A/C # 215.101.25342
Dutch-Bangla Bank Ltd.,
Mirer Bazar Branch, Gazipur, Bangladesh.

৩। Paypal Account:
https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=GLQ...
Email: sudipta.chowdhury.sust@gmail.com

এখন আমারা কিবাভে তাকে সাহায্য করব এই ব্যাপারে এখানে আমরা আলোচনা করে দ্রুত একটি ব্যাবস্থা নিলে ভাল হবে। সবাইকে মতামত জানানোর জন্য অনুরোধ করছি......

সকলে ফান্ড বাড়ানোর উপায়

সকলে ফান্ড বাড়ানোর উপায় বলেন............
সবাই আপনাদের মূল্যবান মতামত দিন........................

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ