“থিয়েটার সাস্ট” ক্রিকেট টুর্নামেন্ট’১২
আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে “থিয়েটার সাস্ট” গত ৩০ শে মার্চ ’১২ একটি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহন করে। দল চারটি হল বকুল-সার্কাস-গজা, উইনার, অস্থির চ্যালেঞ্জার, পালোয়ানের দল। উক্ত ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিজয়ী দল বকুল-সার্কাস-গজা এর সাথে ২য় ম্যাচে বিজয়ী উইনার এর ফাইনালে চ্যাম্পিয়ন হয় কুল-সার্কাস-গজা দলটি। ২রা এপ্রিল’১২ উক্ত ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে ক্রিকেট টুর্নামেন্টটি শেষ হয়।