সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

২৪ তম প্রযোজনা নাটক “এলেকশান ক্যারিকেচার”

“নাটক নির্মাণ করে যৌবন নাটক আনবেই অবিনাশী প্লাবন” এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন “থিয়েটার সাস্ট” গত ১০ ই মে’১২ বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে তাদের ২৪ তম প্রযোজনা নাটক “এলেকশান ক্যারিকেচার” মঞ্চায়ন করে। নাটকটি রচনা করেছেন এস. এম. সোলাইমান এবং নির্দেশনা দিয়েছেন খোরশেদ আল আমিন তুহিন। এটি ছিল “থিয়েটার সাস্ট” এর নবিন্দের কর্মশাল ভিত্তিক একটি প্রযোজনা।
অস্থিতিশীল রাজনীতি, ক্ষমতা দখল, টিকিয়ে রাখা, ক্ষমতার লোভ এবং এ দেশের রাজনীতিবিদদের চরিত্রের প্রতিরূপ এই নাটকটি। দেশ ভাগ হওয়ার পর যখন পাকিস্তানের অধীনে বাংলাদেশের শাসন-ব্যাবস্থা পরিচালিত হত তখন থেকে এই দেশের রাজনীতির অস্থিতিশীলতার মাত্রা বাড়তে থাকে। যদিও ১৯৭১ স্বাধীনতা লাভের পর বাংলাদেশের সকল মানুষের মনে একটি স্থিতিশীলতার আশা জাগরিত হয়। তার ধারাবাহিকতা কিছুদিন চলার পর আবার শুরু হয় ক্ষমতা দখল ও ক্ষমতা টিকিয়ে রাখার কলংকজনক কৌশল। এর প্রধান বাহন হিসাবে ব্যাবহার করা হয় নির্বাচনকে। নির্বাচনের মাধ্যামে সাধারন জনগনের যতটুকু লাভ তা নিশ্চই আমরা সাধারন জনগনের বুঝতে – উপেক্ষা থাকে না। ক্ষমতা দখল, ক্ষমতা টিকিয়ে রাখা এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানকে, নাটকে – ব্যাঙ্গভাবে উপস্থাপন করা হয়েছে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল,পলাশ, তানভীর, জাহাঙ্গীর, দীপু, রিয়াদ, ঐশী, রিফাত, পূর্ণা, নীলিমা, ইয়াসিন, শুভ, এয়ার, অতুল, আশরাফ, নির্ঝর এবং আরো অনেকে। নাটকটির সংগীতে ছিলেন রাজন, মামুন ও অনিলা। নাটকটির প্রযোজনা অধিকর্তা ছিলেন সুমন পাল এবং আহ্বায়ক ছিলেন দেবাশীস শর্মা।

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ