১৩ তম কার্যকরী পরিষেদর কার্যক্রম সমূহ
২১শে ফেব্রুয়ারী উৎযাপন :
২১শে ফেব্রুয়ারী ২০১৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । লাইব্রেরি ভবনের সামনে থেকে প্রভাতফেরী শেষে ‘থিয়েটার সাস্ট’ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ।
‘সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোট, শাবিপ্রবি - এর আয়োজনে ‘থিয়েটার সাস্ট’ এর ২৫তম প্রযোজনা ও ৫ম মৌলিক নাটক আত্মকথন মঞ্চায়ন :
২২শে ফেব্রুয়ারী ২০১৩ ‘থিয়েটার সাস্ট’ এর ২৫তম প্রযোজনা ও ৫ম মৌলিক নাটক আত্মকথন এর সফল মঞ্চায়ন হয় । নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন খোরশেদ আল আমিন তুহিন ।
নবীন বরন ও সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে “এলেকশান ক্যারিকেচার” নাটক মঞ্চায়ন ও নবীনদের নিয়ে তিন দিন ব্যাপি ওয়ার্কশপ এর আয়োজন :
২৭শে ফেব্রুয়ারী ২০১৩ দুপুর সাড়ে ১২ টায় নবীন বরন ও সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে ‘থিয়েটার সাস্ট’ এর পক্ষ থেকে একটি বর্নাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয় ।
নবীন বরন ও সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে “এলেকশান ক্যারিকেচার” নাটক মঞ্চস্থ করে ।
নাটকটি রচনা করেছেন এস এম সোলায়মান ও নির্দেশনা দেন খোরশেদ আল আমিন তুহিন ।
এছাড়াও ‘থিয়েটার সাস্ট’ নবীনদের নিয়ে তিন দিন ব্যাপি ওয়ার্কশপ এর আয়োজন করে ।
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে 'আত্মকথন' এর ২য় মঞ্চায়ন :
২৫শে মার্চ ২০১৩ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে মৌলিক নাটক আত্মকথন এর ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা, সিলেট এ মঞ্চায়ন হয় । নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন খোরশেদ আল আমিন তুহিন ।
‘সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোট, শাবিপ্রবি’ এর আয়োজনে “স্মৃতি ৭১” এর দশম প্রদর্শনী :
২৬শে মার্চ ২০১৩ ‘সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোট, শাবিপ্রবি’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে “স্মৃতি ৭১” এর দশম প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
নাটকটি রচনা করেন জিয়া হায়দার ও নির্দেশনা দেন তন্ময় ভট্টাচার্য । সহ নির্দেশনা দেন রিফাত ইমাম ।নাটকটি মুক্তমঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এ মঞ্চায়ন হয় ।
লালাখালে বনভোজনে :
১২ই এপ্রিল ২০১৩ ‘থিয়েটার সাস্ট’ লালাখালে বনভোজনের আয়োজন করে ।
বাংলা নববর্ষ ১৪২০ উৎযাপন :
১৪ই এপ্রিল ২০১৩ ‘থিয়েটার সাস্ট’ বাংলা নববর্ষ ১৪২০ উপলক্ষ্যে ক্যাম্পাসে ট্যান্ট, পিঠা উৎসব, আলপনা উৎসব, ইলিশ পান্তা সহ আরও অনেক ধরনের কর্মসূচী হাতে নেয় ।
প্রতীক থিয়েটার এর আয়োজিত নাট্য উৎসবে 'আত্মকথন' এর ৩য় মঞ্চায়ন :
১৬ই এপ্রিল ২০১৩ প্রতীক থিয়েটার আয়োজিত নাট্য উৎসবে ‘থিয়েটার সাস্ট’ এর ২৫তম প্রযোজনা ও ৫ম মৌলিক নাটক আত্মকথন মঞ্চায়ন হয় । নাটকটি হবিগঞ্জ, চুনারুঘাট এ মঞ্চায়ন হয় ।
সাভার দুর্গতদের সহায়তার জন্য ওয়ার্কশপ বেস নাটক ‘চোর’ এর "চ্যারিটি শো" প্রদর্শন :
৮ই মে ২০১৩ ওয়ার্কশপ বেস নাটক ‘চোর’ প্রদর্শন করে । নাটকটি সাভার দুর্গতদের সহায়তার জন্য থিয়েটার সাস্ট "চ্যারিটি শো" হিসেবে প্রযোজনা করে । নাটকটি পুনঃনির্দেশনা দেন মোঃ আরাফাত জাহান ।
ফল উৎসব উৎযাপন:
থিয়েটার সাস্টের আয়োজনে ২১শে জুন ২০১৩ ফল উৎসব উদযাপিত হয় ।
লাইটিং এর উপর একটি ওয়ার্কশপ ও সাপ্তাহিক ফ্লোর এর ফাইনাল প্রেজেন্টেশান :
থিয়েটার সাস্ট ৯ই জুলাই ২০১৩ লাইটিং এর উপর একটি ওয়ার্কশপ এর আয়োজন করে ।
একই দিনে ‘থিয়েটার সাস্ট’ কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপি সাপ্তাহিক ফ্লোর এর ফাইনাল প্রেজেন্টেশানও মঞ্চস্থ হয় ।
ইফতার মাহফিলের আয়োজন :
২২শে জুলাই ২০১৩ প্রতি বছরের ন্যায় এবারও থিয়েটার সাস্ট কর্তৃক মিনি অডিটোরিয়াম, শাবিপ্রবিতে একটি জমজমাট ইফতার মাহফিলের আয়জন করা হয় ।
ঢাকায় থিয়েটার সাস্টের ইফতার মাহফিল :
২রা আগস্ট ২০১৩ থিয়েটার সাস্টের পুরাতন ও নতুন সদস্যদের উপস্থিতিতে ঢাকায় টিএসসি চত্বরে একটি জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে “স্মৃতি ৭১” এর একাদশ তম প্রদর্শনী :
২৩ আগস্ট,২০১৩ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে “স্মৃতি ৭১” এর একাদশ তম অনুষ্ঠিত হয় ।
নাটকটি রচনা করেন জিয়া হায়দার ও নির্দেশনা দেন তন্ময় ভট্টাচার্য । সহ নির্দেশনা দেন রিফাত ইমাম । নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা, সিলেট এ মঞ্চায়ন হয় ।
এছাড়াও বর্তমান কার্যকরী পরিষদ চারটি সাধারণ সভা পরিচালনা করে ।
“নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন” এই বিশ্বাসকে ধারণ করে ১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু হয় শাবিপ্রবির জনপ্রিয় নাট্যসংগঠন “থিয়েটার সাস্ট” এর। এ পর্যন্ত থিয়েটার সাস্ট তার ক্ষুদ্র পরিসীমা ও অগণিত প্রতিকুলতা ছাপিয়ে ২৫টি নাট্য প্রযোজনা ও ৯৩ টি প্রদর্শনী সম্পন্ন করে। এছাড়াও ৫টি নাট্যোৎসবও আয়োজন করা হয়। পাশাপাশি থিয়েটার সাস্টের ব্যানারে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও দাতব্য অনুষ্ঠানও আয়োজিত হয়।
১৩ তম কার্যকরী পরিষদ ১৭ই ডিসেম্বর, ২০১৩ দায়িত্ব গ্রহন করেন ।
ত্রয়োদশ কার্যকরী কমিটির বিলুপ্তি ও নতুন আহবায়ক কমিটির নাম ঘোষনা :
২৮ আগস্ট , ত্রয়োদশ কার্যকরী কমিটির ৪র্থ সাধারণ সভায় ত্রয়োদশ কার্যকরী কমিটির বিলুপ্তি ও নতুন আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয় ।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন,
কনভেনর : আরাফাত জাহান
সদস্যবৃন্দ : খোরশেদ আল আমিন তুহিন
ইসমাইল হোসাইন তফাদার
আশরাফুল করিম
রাশেদুল করিম