সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

১৩ তম কার্যকরী পরিষেদর কার্যক্রম সমূহ

২১শে ফেব্রুয়ারী উৎযাপন :
২১শে ফেব্রুয়ারী ২০১৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । লাইব্রেরি ভবনের সামনে থেকে প্রভাতফেরী শেষে ‘থিয়েটার সাস্ট’ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ।

‘সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোট, শাবিপ্রবি - এর আয়োজনে ‘থিয়েটার সাস্ট’ এর ২৫তম প্রযোজনা ও ৫ম মৌলিক নাটক আত্মকথন মঞ্চায়ন :

২২শে ফেব্রুয়ারী ২০১৩ ‘থিয়েটার সাস্ট’ এর ২৫তম প্রযোজনা ও ৫ম মৌলিক নাটক আত্মকথন এর সফল মঞ্চায়ন হয় । নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন খোরশেদ আল আমিন তুহিন ।

নবীন বরন ও সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে “এলেকশান ক্যারিকেচার” নাটক মঞ্চায়ন ও নবীনদের নিয়ে তিন দিন ব্যাপি ওয়ার্কশপ এর আয়োজন :

২৭শে ফেব্রুয়ারী ২০১৩ দুপুর সাড়ে ১২ টায় নবীন বরন ও সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে ‘থিয়েটার সাস্ট’ এর পক্ষ থেকে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয় ।

নবীন বরন ও সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে “এলেকশান ক্যারিকেচার” নাটক মঞ্চস্থ করে ।
নাটকটি রচনা করেছেন এস এম সোলায়মান ও নির্দেশনা দেন খোরশেদ আল আমিন তুহিন ।

এছাড়াও ‘থিয়েটার সাস্ট’ নবীনদের নিয়ে তিন দিন ব্যাপি ওয়ার্কশপ এর আয়োজন করে ।

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে 'আত্মকথন' এর ২য় মঞ্চায়ন :

২৫শে মার্চ ২০১৩ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে মৌলিক নাটক আত্মকথন এর ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা, সিলেট এ মঞ্চায়ন হয় । নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন খোরশেদ আল আমিন তুহিন ।

‘সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোট, শাবিপ্রবি’ এর আয়োজনে “স্মৃতি ৭১” এর দশম প্রদর্শনী :

২৬শে মার্চ ২০১৩ ‘সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোট, শাবিপ্রবি’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে “স্মৃতি ৭১” এর দশম প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
নাটকটি রচনা করেন জিয়া হায়দার ও নির্দেশনা দেন তন্ময় ভট্টাচার্য । সহ নির্দেশনা দেন রিফাত ইমাম ।নাটকটি মুক্তমঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এ মঞ্চায়ন হয় ।

লালাখালে বনভোজনে :

১২ই এপ্রিল ২০১৩ ‘থিয়েটার সাস্ট’ লালাখালে বনভোজনের আয়োজন করে ।

বাংলা নববর্ষ ১৪২০ উৎযাপন :

১৪ই এপ্রিল ২০১৩ ‘থিয়েটার সাস্ট’ বাংলা নববর্ষ ১৪২০ উপলক্ষ্যে ক্যাম্পাসে ট্যান্ট, পিঠা উৎসব, আলপনা উৎসব, ইলিশ পান্তা সহ আরও অনেক ধরনের কর্মসূচী হাতে নেয় ।

প্রতীক থিয়েটার এর আয়োজিত নাট্য উৎসবে 'আত্মকথন' এর ৩য় মঞ্চায়ন :

১৬ই এপ্রিল ২০১৩ প্রতীক থিয়েটার আয়োজিত নাট্য উৎসবে ‘থিয়েটার সাস্ট’ এর ২৫তম প্রযোজনা ও ৫ম মৌলিক নাটক আত্মকথন মঞ্চায়ন হয় । নাটকটি হবিগঞ্জ, চুনারুঘাট এ মঞ্চায়ন হয় ।

সাভার দুর্গতদের সহায়তার জন্য ওয়ার্কশপ বেস নাটক ‘চোর’ এর "চ্যারিটি শো" প্রদর্শন :

৮ই মে ২০১৩ ওয়ার্কশপ বেস নাটক ‘চোর’ প্রদর্শন করে । নাটকটি সাভার দুর্গতদের সহায়তার জন্য থিয়েটার সাস্ট "চ্যারিটি শো" হিসেবে প্রযোজনা করে । নাটকটি পুনঃনির্দেশনা দেন মোঃ আরাফাত জাহান ।

ফল উৎসব উৎযাপন:

থিয়েটার সাস্টের আয়োজনে ২১শে জুন ২০১৩ ফল উৎসব উদযাপিত হয় ।

লাইটিং এর উপর একটি ওয়ার্কশপ ও সাপ্তাহিক ফ্লোর এর ফাইনাল প্রেজেন্টেশান :

থিয়েটার সাস্ট ৯ই জুলাই ২০১৩ লাইটিং এর উপর একটি ওয়ার্কশপ এর আয়োজন করে ।

একই দিনে ‘থিয়েটার সাস্ট’ কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপি সাপ্তাহিক ফ্লোর এর ফাইনাল প্রেজেন্টেশানও মঞ্চস্থ হয় ।

ইফতার মাহফিলের আয়োজন :

২২শে জুলাই ২০১৩ প্রতি বছরের ন্যায় এবারও থিয়েটার সাস্ট কর্তৃক মিনি অডিটোরিয়াম, শাবিপ্রবিতে একটি জমজমাট ইফতার মাহফিলের আয়জন করা হয় ।

ঢাকায় থিয়েটার সাস্টের ইফতার মাহফিল :

২রা আগস্ট ২০১৩ থিয়েটার সাস্টের পুরাতন ও নতুন সদস্যদের উপস্থিতিতে ঢাকায় টিএসসি চত্বরে একটি জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে “স্মৃতি ৭১” এর একাদশ তম প্রদর্শনী :

২৩ আগস্ট,২০১৩ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আমন্ত্রনে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে “স্মৃতি ৭১” এর একাদশ তম অনুষ্ঠিত হয় ।
নাটকটি রচনা করেন জিয়া হায়দার ও নির্দেশনা দেন তন্ময় ভট্টাচার্য । সহ নির্দেশনা দেন রিফাত ইমাম । নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা, সিলেট এ মঞ্চায়ন হয় ।

এছাড়াও বর্তমান কার্যকরী পরিষদ চারটি সাধারণ সভা পরিচালনা করে ।

“নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন” এই বিশ্বাসকে ধারণ করে ১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু হয় শাবিপ্রবির জনপ্রিয় নাট্যসংগঠন “থিয়েটার সাস্ট” এর। এ পর্যন্ত থিয়েটার সাস্ট তার ক্ষুদ্র পরিসীমা ও অগণিত প্রতিকুলতা ছাপিয়ে ২৫টি নাট্য প্রযোজনা ও ৯৩ টি প্রদর্শনী সম্পন্ন করে। এছাড়াও ৫টি নাট্যোৎসবও আয়োজন করা হয়। পাশাপাশি থিয়েটার সাস্টের ব্যানারে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও দাতব্য অনুষ্ঠানও আয়োজিত হয়।

১৩ তম কার্যকরী পরিষদ ১৭ই ডিসেম্বর, ২০১৩ দায়িত্ব গ্রহন করেন ।

ত্রয়োদশ কার্যকরী কমিটির বিলুপ্তি ও নতুন আহবায়ক কমিটির নাম ঘোষনা :

২৮ আগস্ট , ত্রয়োদশ কার্যকরী কমিটির ৪র্থ সাধারণ সভায় ত্রয়োদশ কার্যকরী কমিটির বিলুপ্তি ও নতুন আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয় ।

নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন,

কনভেনর : আরাফাত জাহান
সদস্যবৃন্দ : খোরশেদ আল আমিন তুহিন
ইসমাইল হোসাইন তফাদার
আশরাফুল করিম
রাশেদুল করিম

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ