সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

স্মৃতি ’৭১ একাদশতম প্রদর্শনী

তারিখ: 
23/08/2013
স্থান: 

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ।

গত ২৩ আগস্ট , শুক্রবার, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসব উদযাপিত হয় । সিলেট বিভাগীয় ৮টি নাট্যদলের পাশাপাশি আমাদের শাবিপ্রবির নাট্যদল “থিয়েটার সাস্ট”ও উক্ত উৎসবে অংশ নেয় । “থিয়েটার সাস্ট” পরিবেশন করে নাটক “স্মৃতি ৭১” ।

রচনা জিয়া হায়দার । নির্দেশনা আনন্দময় ভট্টাচার্য ।

স্মৃতি ’৭১ মূলত শ্যামলী নাসরিন চৌধুরীর স্মৃতি কথা ভিত্তিক একটি পথ নাটক। এই নাটকে মুক্তিযুদ্ধের শেষদিকে নিহত শ্যামলী নাসরিন চৌধুরীর স্বামী ড. আব্দুল আলীম চৌধুরীর হত্যাকান্ডের ঘটনা বর্ণনা করা হয়েছে। এখানে দেখানো হয়েছে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেলেও মওলানা মান্নান এর মত লোক বিনা বিচারে সমাজে কিভাবে বসবাস করছে।

স্থানঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ।
সময়ঃ সন্ধ্যা ৭:০০ টা ।
তারিখঃ ২৩ আগস্ট ২০১৩ ।

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ