সিলেট বিভাগীয় পথনাট্যোৎসব
আগামী ২৩ আগস্ট , শুক্রবার, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসব উদযাপিত হতে যাচ্ছে । সিলেট বিভাগীয় ৮টি নাট্যদলের পাশাপাশি আমাদের শাবিপ্রবির নাট্যদল “থিয়েটার সাস্ট”ও উক্ত উৎসবে অংশ নিতে যাচ্ছে । “থিয়েটার সাস্ট” পরিবেশন করছে নাটক “স্মৃতি ৭১” ।
রচনা জিয়া হায়দার । নির্দেশনা আনন্দময় ভট্টাচার্য ।
স্মৃতি ’৭১ মূলত শ্যামলী নাসরিন চৌধুরীর স্মৃতি কথা ভিত্তিক একটি পথ নাটক। এই নাটকে মুক্তিযুদ্ধের শেষদিকে নিহত শ্যামলী নাসরিন চৌধুরীর স্বামী ড. আব্দুল আলীম চৌধুরীর হত্যাকান্ডের ঘটনা বর্ণনা করা হয়েছে। এখানে দেখানো হয়েছে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেলেও মওলানা মান্নান এর মত লোক বিনা বিচারে সমাজে কিভাবে বসবাস করছে।
স্থানঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ।
সময়ঃ সন্ধ্যা ৭:০০ টা ।
তারিখঃ ২৩ আগস্ট ২০১৩ ।
আপনারা সবাই সবান্ধব আমন্ত্রিত ।