নাটক-"এলেকশন ক্যারিকেচার"
আপনারা সকলেই জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে “থিয়েটার সাস্ট” আগামি ১০ই মে রোজ বৃহস্পতিবার একটি নাট্যপ্রদর্শনীর আয়োজন করছে। উক্ত শো তে “থিয়েটার সাস্ট” নবীণদের কর্মশালাভিত্তিক নাটক "এলেকশন ক্যারিকেচার" প্রদর্শন করবে। নাটকটির রচনা করেছেন এস.এম.সোলাইমান, নির্দেশনা দিয়েছেন খোরশেদ আল আমিন তুহিন। নাটকটির বিস্তারিত নিচে উল্লেখ করা হল
নাটক : "এলেকশন ক্যারিকেচার"
রচনা : এস.এম.সোলাইমান
নির্দেশনা : খোরশেদ আল আমিন তুহিন
তারিখ : ১০ ই মে ২০১২ইং
স্থান : মিনি অডিটোরিয়াম, সাস্ট
সময় : ৬.৩০ মিনিট