সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

নবীন বরন ও সাংগঠনিক সপ্তাহ ২০১৪ প্রসঙ্গে

"থিয়েটার সাস্ট" আগামী ১১ই মে, ২০১৪ ইং থেকে ১৫ই মে, ২০১৪ ইং পর্যন্ত নবীন সদস্য সংগ্রহের জন্য একটি নবীণ বরণ ও সাংগঠনিক সপ্তাহের আয়োজন করেছে। নবীণদের মধ্যে যারা "থিয়েটার সাস্ট" এর সদস্য হতে ইচ্ছুক তারা এই সময় সদস্য ফর্ম পূরন করে জমা দানের মাধ্যমে "থিয়েটার সাস্ট" এর একজন সদস্য হতে পারবেন।

নবীনদের স্বাগত জানানোর লক্ষ্যে থিয়েটার সাস্ট ক্যাম্পাসে ট্যান্ট স্থাপন , রোডপেইন্টিং ও তোরণ নিরমান করেছে । এছাড়াও
সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে আগামী ১২ই মে, ২০১৪ ইং নবীণদের জন্য সম্পূর্ন বিনামূল্যে একটি নাটক প্রদর্শনীর আয়োজন করেছে "থিয়েটার সাস্ট" । সবাইকে "থিয়েটার সাস্ট" এর নাটকের প্রদর্শনী দেখার আওহবান রইল।

নাটকঃ ভাগের মানুষ।
রচনাঃ মান্নান হীরা।
নির্দেশকঃ এ কে এম আতিকুর রহমান।
পুনঃনির্দেশনাঃ মোঃ মোরসালিন পলাশ।
সহ নির্দেশনাঃ আব্দুল আজিজ রিয়াদ।
তারিখঃ ১২-০৫-২০১৪।
সময়ঃ সন্ধ্যা ৬:৩০ টা।
স্থানঃ মিনি অডিটোরিয়াম, সাস্ট।

সংগঠন পরিচিতিঃ
স্বাধীনতা উত্তর কালে বাংলাদেশে যে গ্রুপ থিয়েটার ভিত্তিক নাট্যচর্চা শুরু হয় সেই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছ্বল প্রাণবন্ত তরুণের একটি রঙ্গীন স্বপ্নের স্বার্থক বাস্তবায়ন “থিয়েটার সাস্ট”।

১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর “অভিষেক” অনুষ্ঠানের মাধ্যমে জন্ম নেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রুপ থিয়েটার “থিয়েটার সাস্ট” এবং সেই থেকে অদ্যাবধি গ্রুপ থিয়েটারের আদর্শে গতিশীল এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল রাখতে থিয়েটার সাস্ট এ পর্যন্ত ২৬টি নাটকের ৯৭টি সফল প্রদর্শনী করা সহ ৫টি নাট্য উৎসব সফলভাবে করতে পেরেছে। নাটকগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে- "এ নিউ টেস্টামেন্ট অফ রোমিও এন্ড জুলিয়েট", "মাধব মালঞ্চী কইন্যা" , "জলতরঙ্গ" ইত্যাদি । মৌলিক নাটকের মধ্যে আছে "ভাস্কর্য" , "আত্মকথন" ইত্যাদি ।

নানাবিধ বিধি-নিষেধ, সংকট, অভাব এবং প্রচন্ড নৈরাশ্য আমাদের চলার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবুও কেবল অফুরন্ত প্রাণ শক্তিকে পূঁজি করে আমরা এ পথ অতিক্রম করতে পেরেছি।

“নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবণ” এই শ্লোগানকে সামনে রেখে কুসংস্কার মুক্ত সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে শুরু হয় আমাদের পথ চলা। তারুণ্যের এই শক্তি, অনন্ত উচ্ছ্বাসকে নিয়ে অনাগত ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে যাব, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।

বিস্তারিত : http//:www.theatresust.com/

যোগাযোগ :

(মোবাইল) : 01750597515, 01675708703

(মেইল) : theatresust@yahoogroups.com

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ