নববর্ষ ১৪১৯
আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে “থিয়েটার সাস্ট” অত্যন্ত ঝমকালো আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪১৯ উদযাপন করেছে। নববর্ষ উপলক্ষে “থিয়েটার সাস্ট” ক্যাম্পাসের অর্জুন তলায় একটি টেন্ট স্থাপন করে। টেন্টে পান্তা ইলিশ ও আল্পনা আকা সহ বিভিন্ন কিছুর আয়োজন ছিল। অনেক গান-বাজনা ও আনন্দ, আয়োজনের মাধ্যমে সন্ধ্যার দিকে আয়োজনটি শেষ হয়।