চোর চতুর্থ প্রদর্শনী
গত ৮ই মে ২০১৩ , থিয়েটার সাস্টের মৌলিক নাটক চোর এর চতুর্থ প্রদর্শনী অনুষ্ঠিত হয় । নাটকটির রচনা মানিক বন্দ্যোপাধ্যায় । নাট্যরূপ তোফাজ্জল তোফা ও মারুফ উল হাসান । নির্দেশনা তোফাজ্জল তোফা । পুনঃনির্দেশনা মোঃ আরাফাত জাহান । সহ-নির্দেশনা মাহমুদুল হাসান তানভীর । নাটকটিতে থিয়েটার সাস্টের দুটি মৌলিক গান ব্যবহৃত হয়েছে । নাটকটি ছিল ২০১৩ সালের থিয়েটারে আসা নবীনদের ওয়ার্কশপ বেসড প্রোডাকশন এবং সাভারে রানা প্লাজায় আহত ও নিহতদের সাহায্যার্থে একটি চ্যারিটি শো ।