সাম্প্রতিক উৎসব

থিয়েটার সাস্ট রজত জয়ন্তী উৎসব

তারিখ: 
27/07/2023 - 30/07/2023
থিয়েটার সাস্ট প্রযোজনা: 
অংশগ্রহণকারী দল: 
মনিপুরী থিয়েটার ও হৃৎমঞ্চ প্রযোজনা - হ্যাপি ডেজ

এ নিউ টেস্টামেন্ট অফ রোমিও এন্ড জুলিয়েট

রচনা

সাইমন জাকারিয়া

নির্দেশনা

শাবিপ্রবি ও সিলেটের ইতিহাসে প্রথমবারের মত সম্পূর্ণ ওয়েস্টার্ন ধাঁচের নাটক পরিবেশন করে আমাদের প্রিয় নাট্যসংগঠন “থিয়েটার সাস্ট” । মহান ইংরেজ নাট্যকার স্যার উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক “রোমিও-জুলিয়েট” এর ছায়া অবলম্বনে বাংলাদেশী নাট্যকার সাইমন জাকারিয়ার সৃষ্টি , নাটক “এ নিউ টেস্টামেন্ট অফ রোমিও এন্ড জুলিয়েট” পরিবেশিত হয় শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে প্রায় আটশতাধিক দর্শকের উপস্থিতিতে । নাটকটির নির্দেশনা দিয়েছেন মোঃ আরাফাত জাহান । এবং সহ-নির্দেশনা দিয়েছেন মাহমুদুল হাসান তানভীর ও মুহাম্মদ ইয়াসিন হোসাইন । নাটকটি সম্পর্কে শাবিপ্রবির অনেক নাটক সংশ্লিষ্ট ব্যাক্তিত্বরা মতামত দেন । তাদের ভাষায়, এ ধরনের এক্সপেরিমেন্টাল নাটক আরও হওয়া উচিত । কেননা, থিয়েটার কোন একটা স্থির কিছুর উপর আটকে থাকতে পারে না । শিল্প মানেই স্বাধীনতা । তাই স্বাধীনভাবেই নাট্যচর্চা হওয়া উচিত । যতটা সম্ভব সৃজনশীলতার বিকাশ হওয়া উচিত । উক্ত নাটকটি সম্পর্কে “থিয়েটার সাস্ট ”এর সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন , “আমাদের বিশ্বাস , ভবিষ্যতেও আমরা সবাইকে আরও ভালও প্রযোজনা পরিবেশন করতে পারব ।” নাটক সম্পর্কে নির্দেশক আরাফাত জাহান বলেন , “আমি আমার নাট্য জ্ঞানের সবটুকু দিয়ে চেষ্টা করেছি নাটকটি মঞ্চায়ন করতে । নাটকটি নির্দেশনা দিতে গিয়ে নিজেকে কেবলি ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হয়েছে ।”
নাটকটিতে আধুনিক সময়ের একজন কবি রোমিও-জুলিয়েটের নাটকীয় জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজেন । তার তীব্র মানসিক শক্তি ও মিষ্টি মধুর গানে হাজির হয় রোমিও ও জুলিয়েট । তারপর , একে একে ফাদার ফ্রায়ার লরেন্স ও স্বয়ং শেক্সপিয়র । পরিশেষে কবি তার চেতনার রঙে মহাত্মা শেক্সপিয়রের ট্রাজেডিকে মিলাতে সক্ষম হন ।

সাম্প্রতিক প্রযোজনা

অভিনেতা

রচনা

অরিন্দম সাহা অমিত

নির্দেশনা

অরিন্দম সাহা অমিত

মহাপুরুষ

রচনা

হুমায়ূন আহমেদ

নির্দেশনা

মোঃ ফয়সাল আহমেদ শুভ

আমাকে একটি ফুল দাও

রচনা

নাহিদ আহমেদ পিয়াল

নির্দেশনা

সায়েক সিদ্দিকী

আজ কমন্ডলের ফাঁসি

রচনা

বিমল বন্দোপাধ্যায়

নির্দেশনা

আব্দুল্লাহ মোঃ আবিদ