আত্তকথন চতুর্থ প্রদর্শনী
"সারা দেশব্যাপী সাম্প্রদায়িকতার নামে যে ধ্বংসযজ্ঞ চলছে তার প্রতি নিন্দা জানিয়ে 'নগর নাট' আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে 'নগর নাট' এর আমন্ত্রনে ‘থিয়েটার সাস্ট’ এর ২৫তম প্রযোজনা ও ৫ম মৌলিক নাটক আত্মকথন এর সফল মঞ্চায়ন হল গত শুক্রবার ২৪ শে জানুয়ারি,২০১৪ বিকেল ৫:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেটে। নাটকটির রচয়িতা ও নিদের্শক :খোরশেদ আল আমিন তুহিন। নাটকটিতে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ‘থিয়েটার সাস্ট’ এর মতামত তুলে ধরা হয়েছে । এবারের প্রদর্শনীতে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে একটি বিশেষ দৃশ্য সংজোজন করা হয় ।