“থিয়েটার সাস্ট” ইনডোর গেমস প্রতিযোগীতা’১২
আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে “থিয়েটার সাস্ট” গত ২৭ শে মার্চ ’১২ থেকে ২৯শে মার্চ’১২ পর্যন্ত একটি ইনডোর গেমস প্রতিযোগীতার আয়োজন করে। ইনডোর গেমস এ বিভিন্ন প্রকারের খেলার ব্যাবস্তা ছিল যেমন-কার্ড, দাবা, কেরাম, লুডু, ডার্ট, পাঞ্জা, স্মৃতি পরীক্ষা, পরেনা চোখের পলক, মিউজিকাল চেয়ার ইত্যাদি। উক্ত আয়োজনের আহবায়ক হিসাবে ছিলেন নিলীমা ফেরদৌস। সকল সদস্য ও শুভানুদ্যায়ীদের উপস্থিতিতে ২৯ শে মার্চ’১২ পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল হক শাকিল, সহকারী অধ্যাপক, পলিটিকাল স্টাডিস বিভাগ, শা.বি.প্র.বি।
http://www.facebook.com/media/set/?set=oa.10150699788809707&type=1